কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রিল কেটে চুরি সংঘটিত  – epaper.agamirdorpon.com
কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রিল কেটে চুরি সংঘটিত 

 

বগুড়া কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (২৪ অক্টোবর) বৃহস্পতিবার রাতের যে কোন সময়ে গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে বলে জানা যায়। কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চুরি সংঘটিত হওয়ার রাতে চোরের সংঘবদ্ধ দল প্রথমে হাসপাতালে প্রবেশ করে, এবং গ্রিল কাটে, তার পরে হাসপাতালের ভিতরে সি সি ক্যামরা উল্টো করে রাখে। এবং তিনটি ঘরের দরজার তালা ভাঙ্গে ও ৬ টি আলমারির ও তালা ভেঙ্গে পুরো অফিস তছনছ করে। এবং অনুমানিক ১০/১৫ হাজার টাকা নিয়ে যায়। সকাল ৬.৩০ মিনিটে প্রথমে পরিচ্ছন কর্মী পরিচ্ছনতা করতে গেলে চুরি সংঘটিত হয়েছে তাহা দেখতে পান এবং হাসপাতালের কতৃপক্ষকে অভিহত করেন। কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন নৈশপ্রহরী নাই। এই পদে লোক বল নিয়োগের কথা থাকলে কাহালুতে তার ব্যার্তিক্রম। এ ব্যাপারে কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নীল রতন দেব সঙ্গে কথা বলা হলে তিনি জানান, চোরের সংঘবদ্ধ দল কি কারেন চুরি করেছে তা আমার জানা নেই। এ ব্যাপারে তিনি কাহালু থানায় জি ডি করার জন্য একটি আবেদন দাখিল করেন এবং উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ কে অভিহিত করলে তিনি তাহা পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান কাহালু থানা প্রশাসন কে এ ব্যাপারে ব্যাবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কাহালু থানার সিনিয়র এস আই মাসুদ করিম এর সঙ্গে কথা বলা হলে তিনি জানান, জি ডি করার জন্য একটি অবেদন করা হয়েছে, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা গ্রহণ করা হবে।