কোটচাঁদপুরে বাল্যবিয়ের অপরাধে জরিমানা আদায় – epaper.agamirdorpon.com
কোটচাঁদপুরে বাল্যবিয়ের অপরাধে জরিমানা আদায়

মামুনার রশীদ সুমন কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে গভীর রাত্রে গোপনে বাল্য বিবাহ হচ্ছে এমনই তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে। খোঁজ নিয়ে জানা যায় শুক্রবার গভীর রাত্র এলাঙ্গী মফেজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আফসানা মিমি (টিয়া) বয়স (১৫) বছর ৫ মাস। পিতাঃ মোঃ আফসার আলী মন্ডল, গ্রামঃ এলাঙ্গীকে নিজ বাড়িতে গোপনে

বাল্যবিবাহের আয়োজন করায় মোবাইল কোর্টের মাধ্যমে মেয়ের বড় ভাই মোঃ ফয়সাল হোসেন কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোটচাঁদপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল শ্রেণীর লোকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন বাল্য বিবাহ সমাজের জন্য একটি অভিশাপ৷ যেন কোন মুল্যে তা বন্ধ হওয়া দরকার।